SI |
AYAT & ORTHO |
UCCHARON & ENGLISH MEANING |
1 |
ٱقْتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلْقَمَرُ |
ইকতারাবাতিছছা-‘আতুওয়ানশাক্কাল কামার। |
|
কেয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে। |
The Hour (of Judgment) is nigh, and the moon is cleft asunder. |
2 |
وَإِن يَرَوْا۟ ءَايَةً يُعْرِضُوا۟ وَيَقُولُوا۟ سِحْرٌ مُّسْتَمِرٌّ |
ওয়া ইয়ঁইয়ারাও আ-য়াতাইঁ ইউ‘রিদূ ওয়া ইয়াকূলূছিহরুম মুছতামির। |
|
তারা যদি কোন নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাগত জাদু।= |
But if they see a Sign, they turn away, and say, "This is (but) transient magic." |
3 |
وَكَذَّبُوا۟ وَٱتَّبَعُوٓا۟ أَهْوَآءَهُمْ وَكُلُّ أَمْرٍ مُّسْتَقِرٌّ |
ওয়াকাযযাবূওয়াত্তাবা‘ঊআহওয়াআহুম ওয়াকুল্লুআমরিম মুছতাকির। |
|
তারা মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করছে। প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীকৃত হয়। |
They reject (the warning) and follow their (own) lusts but every matter has its appointed time. |
4 |
وَلَقَدْ جَآءَهُم مِّنَ ٱلْأَنۢبَآءِ مَا فِيهِ مُزْدَجَرٌ |
ওয়া লাকাদ জাআহুম মিনাল আমবাই মা-ফীহি মুঝদাজার। |
|
তাদের কাছে এমন সংবাদ এসে গেছে, যাতে সাবধানবাণী রয়েছে। |
There have already come to them Recitals wherein there is (enough) to check (them), |
5 |
حِكْمَةٌۢ بَٰلِغَةٌ فَمَا تُغْنِ ٱلنُّذُرُ |
হিকমাতুম বা-লিগাতুন ফামা-তুগনিন নুযুর। |
|
এটা পরিপূর্ণ জ্ঞান, তবে সতর্ককারীগণ তাদের কোন উপকারে আসে না। |
Mature wisdom;- but (the preaching of) Warners profits them not. |
6 |
فَتَوَلَّ عَنْهُمْ يَوْمَ يَدْعُ ٱلدَّاعِ إِلَىٰ شَىْءٍ نُّكُرٍ |
ফাতাওয়াল্লা ‘আনহুম । ইয়াওমা ইয়াদ‘উদ্দা-‘ই ইলা-শাইয়িন নুকুর। |
|
অতএব, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। যেদিন আহবানকারী আহবান করবে এক অপ্রিয় পরিণামের দিকে, |
Therefore, (O Prophet,) turn away from them. The Day that the Caller will call (them) to a terrible affair, |
7 |
خُشَّعًا أَبْصَٰرُهُمْ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ كَأَنَّهُمْ جَرَادٌ مُّنتَشِرٌ |
খুশশা‘আন আবসা-রুহুম ইয়াখরুজূনা মিনাল আজদা-ছিকাআন্নাহুম জারা-দুম মুনতাশির |
|
তারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পংগপাল সদৃশ। |
They will come forth,- their eyes humbled - from (their) graves, (torpid) like locusts scattered abroad, |
8 |
مُّهْطِعِينَ إِلَى ٱلدَّاعِ يَقُولُ ٱلْكَٰفِرُونَ هَٰذَا يَوْمٌ عَسِرٌ |
মুহতি‘ঈনা ইলাদ্দা-‘ই ইয়াকূলুল কা-ফিরূনা হা-যা-ইয়াওমুন ‘আছির। |
|
তারা আহবানকারীর দিকে দৌড়াতে থাকবে। কাফেরা বলবেঃ এটা কঠিন দিন। |
Hastening, with eyes transfixed, towards the Caller!- "Hard is this Day!", the Unbelievers will say. |
9 |
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ فَكَذَّبُوا۟ عَبْدَنَا وَقَالُوا۟ مَجْنُونٌ وَٱزْدُجِرَ |
কাযযাবাত কাবলাহুম কাওমু নূহিন ফাকাযযাবূ ‘আবদানা-ওয়াকা-লূ মাজনূনুওঁ ওয়াঝদুজির। |
|
তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল। তারা মিথ্যারোপ করেছিল আমার বান্দা নূহের প্রতি এবং বলেছিলঃ এ তো উম্মাদ। তাঁরা তাকে হুমকি প্রদর্শন করেছিল। |
Before them the People of Noah rejected (their messenger): they rejected Our servant, and said, "Here is one possessed!", and he was driven out. |
10 |
فَدَعَا رَبَّهُۥٓ أَنِّى مَغْلُوبٌ فَٱنتَصِرْ |
ফাদা‘আ-রাব্বাহূআন্নী মাগলূবুন ফানতাসির । |
|
অতঃপর সে তার পালনকর্তাকে ডেকে বললঃ আমি অক্ষম, অতএব, তুমি প্রতিবিধান কর। |
Then he called on his Lord: "I am one overcome: do Thou then help (me)!" |
11 |
فَفَتَحْنَآ أَبْوَٰبَ ٱلسَّمَآءِ بِمَآءٍ مُّنْهَمِرٍ |
ফাফাতাহনাআবওয়া-বাছ ছামাই বিমাইম মুনহামির। |
|
তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বারিবর্ষণের মাধ্যমে। |
So We opened the gates of heaven, with water pouring forth. |
12 |
وَفَجَّرْنَا ٱلْأَرْضَ عُيُونًا فَٱلْتَقَى ٱلْمَآءُ عَلَىٰٓ أَمْرٍ قَدْ قُدِرَ |
ওয়া ফাজ্জারনাল আরদা ‘উইঊনান ফালতাকাল মাউ ‘আলাআমরিন কাদ কুদির। |
|
এবং ভুমি থেকে প্রবাহিত করলাম প্রস্রবণ। অতঃপর সব পানি মিলিত হল এক পরিকম্পিত কাজে। |
And We caused the earth to gush forth with springs, so the waters met (and rose) to the extent decreed. |
13 |
وَحَمَلْنَٰهُ عَلَىٰ ذَاتِ أَلْوَٰحٍ وَدُسُرٍ |
ওয়া হামালনা-হু ‘আলা-যা-তি আলওয়া-হিওঁ ওয়াদুছুর। |
|
আমি নূহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে। |
But We bore him on an (Ark) made of broad planks and caulked with palm-fibre: |
14 |
تَجْرِى بِأَعْيُنِنَا جَزَآءً لِّمَن كَانَ كُفِرَ |
তাজরী বিআ‘ইউনিনা- জাঝাআল লিমান কা-না কুফির। |
|
যা চলত আমার দৃষ্টি সামনে। এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল, যাকে প্রত্যখ্যান করা হয়েছিল |
She floats under our eyes (and care): a recompense to one who had been rejected (with scorn)! |
15 |
وَلَقَد تَّرَكْنَٰهَآ ءَايَةً فَهَلْ مِن مُّدَّكِرٍ |
ওয়া লাকাদ তারাকনা-হাআ-য়াতান ফাহাল মিম মুদ্দাকির। |
|
আমি একে এক নিদর্শনরূপে রেখে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি? |
And We have left this as a Sign (for all time): then is there any that will receive admonition? |
16 |
فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ |
ফাকাইফা কা-না ‘আযা-বী ওয়া নুযুর। |
|
কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। |
But how (terrible) was My Penalty and My Warning? |
17 |
وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ |
ওয়ালাকাদ ইয়াছছারনাল কুরআ-না লিযযি করি ফাহাল মিম মুদ্দাকির। |
|
আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, কোন চিন্তাশীল আছে কি? |
And We have indeed made the Qur'an easy to understand and remember: then is there any that will receive admonition? |
18 |
كَذَّبَتْ عَادٌ فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ |
কাযযাবাত ‘আ-দুন ফাকাইফা কা-না ‘আযা-বী ওয়া নুযুর। |
|
আদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, অতঃপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী। |
The 'Ad (people) (too) rejected (Truth): then how terrible was My Penalty and My Warning? |
19 |
إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِى يَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّ |
ইন্নাআরছালনা-‘আলাইহিম রীহান সারসারান ফী ইয়াওমি নাহছিম মুছতামির। |
|
আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝঞ্জাবায়ু এক চিরাচরিত অশুভ দিনে। |
For We sent against them a furious wind, on a Day of violent Disaster, |
20 |
تَنزِعُ ٱلنَّاسَ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ مُّنقَعِرٍ |
তানঝি‘উন্না-ছা কাআন্নাহুম আ‘জা-ঝুনাখলিম মুনকা‘ইর। |
|
তা মানুষকে উৎখাত করছিল, যেন তারা উৎপাটিত খর্জুর বৃক্ষের কান্ড। |
Plucking out men as if they were roots of palm-trees torn up (from the ground). |
21 |
فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ |
ফাকাইফা কা-না ‘আযা-বী ওয়া নুযুর। |
|
অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। |
Yea, how (terrible) was My Penalty and My Warning! |
22 |
وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ |
ওয়া লাকাদ ইয়াছছারনাল কুরআ-না লিযযি করি ফাহাল মিম মুদ্দাকির। |
|
আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি? |
But We have indeed made the Qur'an easy to understand and remember: then is there any that will receive admonition? |
23 |
كَذَّبَتْ ثَمُودُ بِٱلنُّذُرِ |
কাযযাবাত ছামূদুবিন্নুযুর। |
|
সামুদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল। |
The Thamud (also) rejected (their) Warners. |
24 |
فَقَالُوٓا۟ أَبَشَرًا مِّنَّا وَٰحِدًا نَّتَّبِعُهُۥٓ إِنَّآ إِذًا لَّفِى ضَلَٰلٍ وَسُعُرٍ |
ফাকা-লূআবাশারাম মিন্না-ওয়া-হিদান নাত্তাবি‘উহূ ইন্নাইযাল্লাফী দালা-লিওঁ ওয়াছু‘উর। |
|
তারা বলেছিলঃ আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব? তবে তো আমরা বিপথগামী ও বিকার গ্রস্থরূপে গণ্য হব। |
For they said: "What! a man! a Solitary one from among ourselves! shall we follow such a one? Truly should we then be straying in mind, and mad! |
25 |
أَءُلْقِىَ ٱلذِّكْرُ عَلَيْهِ مِنۢ بَيْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ أَشِرٌ |
আ উলকিয়াযযিকরু ‘আলাইহি মিম বাইনিনা-বাল হুওয়া কাযযা-বুন আশির। |
|
আমাদের মধ্যে কি তারই প্রতি উপদেশ নাযিল করা হয়েছে? বরং সে একজন মিথ্যাবাদী, দাম্ভিক। |
"Is it that the Message is sent to him, of all people amongst us? Nay, he is a liar, an insolent one!" |
26 |
سَيَعْلَمُونَ غَدًا مَّنِ ٱلْكَذَّابُ ٱلْأَشِرُ |
ছাইয়া‘লামূনা গাদাম মানিল কাযযা-বুল আশির। |
|
এখন আগামীকল্যই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী, দাম্ভিক। |
Ah! they will know on the morrow, which is the liar, the insolent one! |
27 |
إِنَّا مُرْسِلُوا۟ ٱلنَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَٱرْتَقِبْهُمْ وَٱصْطَبِرْ |
ইন্না-মুরছিলুন্না-কাতি ফিতনাতাল্লাহুম ফারতাকিবহুম ওয়াসতাবির। |
|
আমি তাদের পরীক্ষার জন্য এক উষ্ট্রী প্রেরণ করব, অতএব, তাদের প্রতি লক্ষ্য রাখ এবং সবর কর। |
For We will send the she-camel by way of trial for them. So watch them, (O Salih), and possess thyself in patience! |
28 |
وَنَبِّئْهُمْ أَنَّ ٱلْمَآءَ قِسْمَةٌۢ بَيْنَهُمْ كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ |
ওয়া নাব্বি’হুম আন্নাল মাআ কিছমাতুম বাইনাহুম কুল্লুশিরবিম মুহতাদার। |
|
এবং তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মধ্যে পানির পালা নির্ধারিত হয়েছে এবং পালাক্রমে উপস্থিত হতে হবে |
And tell them that the water is to be divided between them: Each one's right to drink being brought forward (by suitable turns). |
29 |
فَنَادَوْا۟ صَاحِبَهُمْ فَتَعَاطَىٰ فَعَقَرَ |
ফানা-দাও সা-হিবাহুম ফাত‘আ-তা-ফা‘আকার। |
|
অতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল। সে তাকে ধরল এবং বধ করল। |
But they called to their companion, and he took a sword in hand, and hamstrung (her). |
30 |
فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ |
ফাকাইফা কা-না ‘আযা-বী ওয়ানুযুর। |
|
অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। |
Ah! how (terrible) was My Penalty and My Warning! |
31 |
إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ صَيْحَةً وَٰحِدَةً فَكَانُوا۟ كَهَشِيمِ ٱلْمُحْتَظِرِ |
ইন্নাআরছালনা-‘আলাইহিম সাইহাতাওঁ ওয়া হিদাতান ফাকা-নূকাহাশীমিল মুহতাজির। |
|
আমি তাদের প্রতি একটিমাত্র নিনাদ প্রেরণ করেছিলাম। এতেই তারা হয়ে গেল শুষ্ক শাখাপল্লব নির্মিত দলিত খোয়াড়ের ন্যায়। |
For We sent against them a single Mighty Blast, and they became like the dry stubble used by one who pens cattle. |
32 |
وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ |
ওয়া লাকাদ ইয়াছছারনাল কুরআ-না লিযযি করি ফাহাল মিম মুদ্দাকির। |
|
আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি? |
And We have indeed made the Qur'an easy to understand and remember: then is there any that will receive admonition? |
33 |
كَذَّبَتْ قَوْمُ لُوطٍۭ بِٱلنُّذُرِ |
কাযযাবাত কাওমুলূতিম বিননুযুর। |
|
লূত-সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল। |
The people of Lut rejected (his) warning. |
34 |
إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا إِلَّآ ءَالَ لُوطٍ نَّجَّيْنَٰهُم بِسَحَرٍ |
ইন্নাআরছালনা-‘আলাইহিম হা-সিবান ইল্লাআ-লা লূতিন নাজ্জাইনা-হুম বিছাহার। |
|
আমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচন্ড ঘূর্ণিবায়ু; কিন্তু লূত পরিবারের উপর নয়। আমি তাদেরকে রাতের শেষপ্রহরে উদ্ধার করেছিলাম। |
We sent against them a violent Tornado with showers of stones, (which destroyed them), except Lut's household: them We delivered by early Dawn,- |
35 |
نِّعْمَةً مِّنْ عِندِنَا كَذَٰلِكَ نَجْزِى مَن شَكَرَ |
নি‘মাতাম মিন ‘ইনদিনা- কাযা-লিকা নাজঝী মান শাকার। |
|
আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ। যারা কৃতজ্ঞতা স্বীকার করে, আমি তাদেরকে এভাবে পুরস্কৃত করে থকি। |
As a Grace from Us: thus do We reward those who give thanks. |
36 |
وَلَقَدْ أَنذَرَهُم بَطْشَتَنَا فَتَمَارَوْا۟ بِٱلنُّذُرِ |
ওয়ালা-কাদ আনযারাহুম বাতশাতানা-ফাতামা-রাও বিননুযুর। |
|
লূত (আঃ) তাদেরকে আমার প্রচন্ড পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল। অতঃপর তারা সতর্কবাণী সম্পর্কে বাকবিতন্ডা করেছিল। |
And (Lut) did warn them of Our Punishment, but they disputed about the Warning. |
37 |
وَلَقَدْ رَٰوَدُوهُ عَن ضَيْفِهِۦ فَطَمَسْنَآ أَعْيُنَهُمْ فَذُوقُوا۟ عَذَابِى وَنُذُرِ |
ওয়া লাকাদ রা-ওয়াদূহু‘আনদাইফিহী ফাতামাছনাআ‘ইউনাহুম ফাযূকূ‘আযা-বী ওয়া নুযুর। |
|
তারা লূতের (আঃ) কাছে তার মেহমানদেরকে দাবী করেছিল। তখন আমি তাদের চক্ষু লোপ করে দিলাম। অতএব, আস্বাদন কর আমার শাস্তি ও সতর্কবাণী। |
And they even sought to snatch away his guests from him, but We blinded their eyes. (They heard:) "Now taste ye My Wrath and My Warning." |
38 |
وَلَقَدْ صَبَّحَهُم بُكْرَةً عَذَابٌ مُّسْتَقِرٌّ |
ওয়া লাকাদ সাব্বাহাহুম বুকরাতান ‘আযা-বুমমুছতাকির। |
|
তাদেরকে প্রত্যুষে নির্ধারিত শাস্তি আঘাত হেনেছিল। |
Early on the morrow an abiding Punishment seized them: |
39 |
فَذُوقُوا۟ عَذَابِى وَنُذُرِ |
ফাযূকূ‘আযা-বী ওয়ানুযুর। |
|
অতএব, আমার শাস্তি ও সতর্কবাণী আস্বাদন কর। |
"So taste ye My Wrath and My Warning." |
40 |
وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ |
ওয়ালাকাদ ইয়াছছারনাল কুরআ-না লিযযি করি ফাহাল মিমমুদ্দাকির। |
|
আমি কোরআনকে বোঝবার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি? |
And We have indeed made the Qur'an easy to understand and remember: then is there any that will receive admonition? |
41 |
وَلَقَدْ جَآءَ ءَالَ فِرْعَوْنَ ٱلنُّذُرُ |
ওয়া লাকাদ জাআ আ-লা ফির‘আওনাননুযুর। |
|
ফেরাউন সম্প্রদায়ের কাছেও সতর্ককারীগণ আগমন করেছিল। |
To the People of Pharaoh, too, aforetime, came Warners (from Allah). |
42 |
كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا كُلِّهَا فَأَخَذْنَٰهُمْ أَخْذَ عَزِيزٍ مُّقْتَدِرٍ |
কাযযাবূবিআ-য়া-তিনা-কুল্লিহা-ফাআখযনা -হুম আখযা ‘আঝীঝিমমুকতাদির। |
|
তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যারোপ করেছিল। অতঃপর আমি পরাভূতকারী, পরাক্রমশালীর ন্যায় তাদেরকে পাকড়াও করলাম। |
The (people) rejected all Our Signs; but We seized them with such Penalty (as comes) from One Exalted in Power, able to carry out His Will. |
43 |
أَكُفَّارُكُمْ خَيْرٌ مِّنْ أُو۟لَٰٓئِكُمْ أَمْ لَكُم بَرَآءَةٌ فِى ٱلزُّبُرِ |
আকুফফা-রুকুম খাইরুম মিন উলাইকুম আম লাকুম বারাআতুন ফিঝঝুবুর। |
|
তোমাদের মধ্যকার কাফেররা কি তাদের চাইতে শ্রেষ্ঠ ? না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে? |
Are your Unbelievers, (O Quraish), better than they? Or have ye an immunity in the Sacred Books? |
44 |
أَمْ يَقُولُونَ نَحْنُ جَمِيعٌ مُّنتَصِرٌ |
আম ইয়াকূলূনা নাহনুজামী‘উমমুনতাসির। |
|
না তারা বলে যে, আমারা এক অপরাজেয় দল? |
Or do they say: "We acting together can defend ourselves"? |
45 |
سَيُهْزَمُ ٱلْجَمْعُ وَيُوَلُّونَ ٱلدُّبُرَ |
ছাইউহঝামুল জাম‘উ ওয়া ইউওয়াললূনাদ্দুবুর। |
|
এ দল তো সত্ত্বরই পরাজিত হবে এবং পৃষ্ঠপ্রদর্শন করবে। |
Soon will their multitude be put to flight, and they will show their backs. |
46 |
بَلِ ٱلسَّاعَةُ مَوْعِدُهُمْ وَٱلسَّاعَةُ أَدْهَىٰ وَأَمَرُّ |
বালিছ ছা-‘আতুমাও‘ইদুহুম ওয়াছছা-‘আতুআদহা-ওয়া আমার। |
|
বরং কেয়ামত তাদের প্রতিশ্রুত সময় এবং কেয়ামত ঘোরতর বিপদ ও তিক্ততর। |
Nay, the Hour (of Judgment) is the time promised them (for their full recompense): And that Hour will be most grievous and most bitter. |
47 |
إِنَّ ٱلْمُجْرِمِينَ فِى ضَلَٰلٍ وَسُعُرٍ |
ইন্নাল মুজরিমীনা ফী দালা-লিওঁ ওয়াছু‘উর। |
|
নিশ্চয় অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত। |
Truly those in sin are the ones straying in mind, and mad. |
48 |
يَوْمَ يُسْحَبُونَ فِى ٱلنَّارِ عَلَىٰ وُجُوهِهِمْ ذُوقُوا۟ مَسَّ سَقَرَ |
ইয়াওমা ইউছহাবূনা ফিন্না-রি ‘আলা-উজূহিহিম যূকূমাছছা ছাকার। |
|
যেদিন তাদেরকে মুখ হিঁচড়ে টেনে নেয়া হবে জাহান্নামে, বলা হবেঃ অগ্নির খাদ্য আস্বাদন কর। |
The Day they will be dragged through the Fire on their faces, (they will hear:) "Taste ye the touch of Hell!" |
49 |
إِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنَٰهُ بِقَدَرٍ |
ইন্না-কুল্লা শাইয়িন খালাকনা-হু বিকাদার। |
|
আমি প্রত্যেক বস্তুকে পরিমিতরূপে সৃষ্টি করেছি। |
Verily, all things have We created in proportion and measure. |
50 |
وَمَآ أَمْرُنَآ إِلَّا وَٰحِدَةٌ كَلَمْحٍۭ بِٱلْبَصَرِ |
ওয়ামাআমরুনাইল্লা-ওয়া-হিদাতুন কালাম হিম বিলবাসার। |
|
আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মত। |
And Our Command is but a single (Act),- like the twinkling of an eye. |
51 |
وَلَقَدْ أَهْلَكْنَآ أَشْيَاعَكُمْ فَهَلْ مِن مُّدَّكِرٍ |
ওয়া লাকাদ আহলাকনাআশইয়া-‘আকুম ফাহাল মিমমুদ্দাকির। |
|
আমি তোমাদের সমমনা লোকদেরকে ধ্বংস করেছি, অতএব, কোন চিন্তাশীল আছে কি? |
And (oft) in the past, have We destroyed gangs like unto you: then is there any that will receive admonition? |
52 |
وَكُلُّ شَىْءٍ فَعَلُوهُ فِى ٱلزُّبُرِ |
ওয়া কুল্লুশাইয়িন ফা‘আলূহু ফিঝ ঝুবুর। |
|
তারা যা কিছু করেছে, সবই আমলনামায় লিপিবদ্ধ আছে। |
All that they do is noted in (their) Books (of Deeds): |
53 |
وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُّسْتَطَرٌ |
ওয়া কুল্লুসাগীরিওঁ ওয়া কাবীরিমমুছতাতার। |
|
ছোট ও বড় সবই লিপিবদ্ধ। |
Every matter, small and great, is on record. |
54 |
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّٰتٍ وَنَهَرٍ |
ইন্নাল মুত্তাকীনা ফী জান্না-তিওঁ ওয়া নাহার। |
|
খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে। |
As to the Righteous, they will be in the midst of Gardens and Rivers, |
55 |
فِى مَقْعَدِ صِدْقٍ عِندَ مَلِيكٍ مُّقْتَدِرٍۭ |
ফী মাক‘আদি সিদকিন ‘ইনদা মালীকিমমুকতাদির। |
|
যোগ্য আসনে, সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে। |
In an Assembly of Truth, in the Presence of a Sovereign Omnipotent. |